শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে সমিতির সভাপতি কর্তৃক রাস্তার গাছ অবৈধভাবে কর্তন। সরকার রাজস্ব থেকে বঞ্চিত। সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী হতে ঋষিঘাট রাস্তা ২০১২ সালে চকবালা ছাত্র বন্ধু সমিতির অধিনে রাস্তার দুই ধারে অনুমান প্রায় ১৮’শ ইউক্লিপটার্স গাছ রোপন করা হয়। উক্ত সমিতির সভাপতি জামাল প্রধানের ছেলে শাকিল প্রধান উক্ত রাস্তায় সুযোগ বুঝে নিয়মবর্হিভূতভাবে পর্যায়ক্রমে গাছ কর্তন করে আসছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়। এব্যাপারে গত ২২ জুলাই বিকালে সমিতির সভাপতি শাকিল প্রধানের সাথে কথা বললে তিনি জানান, গাছ কর্তন ব্যাপারে আমি কিছু জানিনা। তবে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, রাস্তার গাছ কর্তনের ব্যাপারে তার জানা নেই। এলাকার সচেতন মহল জানান, গাছ কর্তনের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে উক্ত রাস্তার গাছ পর্যায়ক্রমে কর্তন করা হবে। তাতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে ।