শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রাজ ৪৯৪) ত্রি-বার্ষিক সাধারণ সভা গতকাল পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আব্দুস সোবহান মন্ডল বিচ্চু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার সাংসদ ও বাংলাদশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম মন্ডল। বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন, আবুল কালাম আজাদ সাবু, রেজানুর রহমান ডিপটি, সুরুজ হক লিটন, মোকলেছ মিয়া, রঞ্জু মিয়া, মাসুম মিয়া, ওয়াহেদ, ময়নুল, আকরাম, আফজাল, হাসান আলী, ইদু মন্ডল ও মালেক মিয়া।