মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ শোকের মাস আগস্টে শহীদদের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে আগস্টের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী আর যেন ৭৫ না হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নিরবতা পালন ও কালো ব্যাচ ধারণ করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।