সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ দেশে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধি ও নির্দেশনানুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলাশবাড়ীতে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার দিনব্যাপী মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরাফেরাসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পৌরশহরের চৌ-মাথা মোড়সহ উপজেলার ঢোলভাঙ্গা বাজার, মাঠেরহাট, ঠুটিয়াপাকুর বাজার ছাড়াও বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান নয়ন। এসময় দায়িত্বপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় পুলিশ টীমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় । করোনা ভাইরাসের মহামারি আবারো আমাদের জীবন যাত্রাকে ব্যহত করছে। দেশে প্রতিদিনই প্রাণহানী ঘটছে এবং মৃতের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের এইসময় অনেকেই আক্রান্ত হচ্ছেন। এজন্য নতুন করে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে সবাইকে মাস্ক পরিধানসহ সরকারি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহবান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।