মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ১ কেজি ৪’শ গ্রাম পিতলের একটি রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৯ আগস্ট পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের আইয়ুব আলীর বাড়ী থেকে ১৮৩৯ সালের পিতলের একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় ১ কেজি ৪ ‘শ’ গ্রাম। এর উচ্চতা সাড়ে ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি। ধারনা করা হচ্ছে এই রাধা-কৃষ্ণ মূর্তিটি প্রায় ২’শ’ বছর আগের পুরানো। পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ আগষ্ট বিকেল ৪টার দিকে আইয়ুব আলী ঢোলভাঙ্গা ব্রিজের নিচে নদীতে মাছ ধরতে গেলে উক্ত মূর্তিটি জালের সাথে উঠে আসে। তিনি মূর্তিটা তার নিজের কাছে রাখে দেন। জনগুঞ্জন এর প্রেক্ষিতে এসআই আব্দুর রহমান মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজত রাখেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূর্তিটি একটি পিতলের তৈরি ওজন ১ কেজি ৪০০ গ্রাম। মূর্তিটির গায়ে খোদায় করা ১৮৩৯ লেখা রয়েছে।