সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
পলাশবাড়ী থেকে আব্দুর রাজ্জাকঃ পলাশবাড়ীতে রড বোঝাই ট্রাক উল্টে শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গতকাল ২১ মে সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঠ ১৩-৫৬৯৮) করে ১৩ জন যাত্রীসহ রাজধানী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি পলাশবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পরে। এ সময় চালক ও হেলপার সকলের অজান্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে যায়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমির ভিতর থেকে রড সরানোর সময় রডের নিচে থেকে পরপর ১৩টি মৃতদেহ উদ্ধার করেন। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গতকাল রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। , বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সকালের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় রডের নীচ থেকে অজ্ঞাতনামা ৩ শিশু, ৮ যুবক ও ২ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।