শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে মৎস্য চাষীগণ কর্তৃক করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে পানি নামানোর কারনে বাঁধ ভেঙে ৩ ঘন্টা বন্যার পানি প্রবেশ করায় এলাকাবাসী সাময়িকভাবে ভাঙনকৃত জায়গাটি বন্ধ করেছে বলে জানা যায়। প্রায় ৩০ বৎসর পূর্বে সাদুল্যাপুর উপজেলার গোসাইজানী ব্রীজ হইতে পলাশবাড়ী উপজেলা হয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ পর্যন্ত ৪৫ কিঃমিঃ করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি তৎকালীন সরকার নির্মাণ করেন। বাঁধ নির্মাণের পর থেকেই সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষ লক্ষ পরিবার রাক্ষসী বন্যার হাত থেকে বেঁচে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, উক্ত বাঁধের পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা নামক স্থানে এলাকার কতিপয় মৎস্যচাষী মতিন, ফিরোজ, নজরুল, মমিন, সুজন ও হান্নান গংরা বাঁধ সংলগ্ন মৎস্য চাষ করে আসছে। ইতিপূর্বে উক্ত বাঁধ কেটে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। উক্ত কাটা জায়গাটি সংস্কার না করায় বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কাটা স্থানটি ভেঙে পানি প্রবেশ করে। এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা পানি প্রবেশের পর তা সাময়িকভাবে বন্ধ করে দেয়। বর্তমানে উক্ত জায়গাটি হুমকির মুখে রয়েছে বলে এলাকাবাসী জানান। এব্যাপারে গতকাল জেলা পাউবো কর্মকর্তা মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। দোষী ব্যক্তিদের চিিহ্নত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।