সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় পলাশবাড়ীতে মোটরযান অভিযান পরিচালনা করে ৬ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বগুড়া-রংপুর মহাসড়কের দক্ষিণবন্দর সরকার তেলের পাম্প সংলগ্ন এলাকায় মোটরযানে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ অন্যান্য ৬টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন বিআরটিএ গাইবান্ধার মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও এসআই শাহাদৎ হোসেন প্রমুখ।