রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক তত্তাবধানে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়। কর্মসূচির মাঝে ছিল শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল সাজে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ চত্তরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন এর সভাপতিত্বে সভায় দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা সহকারী ইন্সট্রাক্টর সোহেল রানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহম্মেদ প্রমূখ। পরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।