সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার কর্মী সম্মেলন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি লুদমিলা পারভিন ছন্দা, প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদা পারুল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিনা আক্তার বানু, নাসরিন সুলতানা রেখা, রাজিয়া আক্তার বিউটি, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক মিনু রানী মহন্ত, শিরিন আরা শেফা, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী উপজেলা শাখার বর্তমান সভাপতি প্রার্থী শ্যামলী আকতার, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ও উদ্যোক্তা বিলকিস বেগমসহ কর্মীগণ ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতানেত্রীগণ।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য উম্মে হানী।