শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ীতে কৃষকদের মাঠ ভরা ধানক্ষেত। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেলে অধিক ফসল ঘরে তুলতে পারবে বলে কৃষকের ধারণা। সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমান সরকার রাসায়নিক সার, জ¦ালানী তেল এবং কীটনাশক ঔষধের মূল্য স্বাভাবিক থাকায় তারা বোর ধান চাষে অধিক ফলন পাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজুল হক জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১২ হাজার ৭’শ ৫০ হেক্টর জমিতে বোর ধান চাষ করা হয়েছে। তার মধ্যে হাইব্রীড জাতের ৪ হাজার ২’শ ৩০ হেক্টর জমি। বিশেষ করে হাইব্রীড জাতের মধ্যে বিশেষ করে তেজবোম ধান চাষে এইবার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামের কৃষক বেলার হোসেন ও আঃ করিম জানান, তার ২ বিঘা জমিতে তেজবোম ধানের চাষ করেছে। ধানের গোছা এতই ভালো হয়েছে যে ২ বিঘায় ৬০ মণের অধিক ফলন পাবে বলে আশাবাদী। পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের কৃষক সাদা মিয়া রফিকুল ইসলাম জানান, গত ২ বছরের তুলনায় এবারের ধানের গোছা অনেক ভালো। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত ২ বছরের তুলনায় অনেক ভালো ফলন পাব। হাইব্রীড ধানের পাশাপাশি উচ্চ ফলনশীল ধানের মধ্যে রয়েছে ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৫৮, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৮ ও ব্রি-৮৯। এবার মাঠ ভরা ধানক্ষেত কৃষকদের মুখে হাসি।