রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে খোকা মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খোকা মিয়া ওই গ্রামের মৃত গেন্দেলা মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান জানান, সকালে বাড়ীর পাশে একটি লাউয়ের জাঙলার নিচে গলায় গামচা প্যাঁচানো ও মুখে খড় ঢোকানো অবস্থায় খোকা মিয়ার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয় । খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা ওই বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।