সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার শিশুদহ এলাকায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে গত শনিবার রাতে বাসচাপায় সোহেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার স্ত্রী ও শিশু সন্তান আহত হয়েছে। নিহত সোহেল পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে দাওয়াত খাওয়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তারা শিশুদহ এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় তারা তিনজনই আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহেল মারা যায়।