শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

পলাশবাড়ীতে বজ্রপাতে নিহত ১ আহত ১

পলাশবাড়ীতে বজ্রপাতে নিহত ১ আহত ১

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে গতকাল দুপুরে বজ্রপাতে রতন তরুণীদাস (৩২) নামে একজনের মৃত্যু অপর একজন আহত হয়েছে। জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পালানপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ তরণী দাসের ছেলে সূজল (৩১) ও প্রভাত তরণীদাসের ছেলে রতন তরণীদাস (৩২) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রজাপাড়া কাশিয়াবাড়ী চারণভূমিতে গতকাল রোববার দুপুরে শুকুরকে চরাচ্ছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিকট শব্দে ডাকতে থাকে এবং বিজলী চমকানোর সঙ্গে অঝোরধারায় বৃস্টি পড়তে থাকে। এমন সময় একটি বজ্রপাত রতনদাসের উপর পড়লে সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে রতনদাসের মৃত্যু হয়। এসময় প্রভাত বজ্রপাতের জ্বলসানীতে মারাত্নক আহত হয়। পরে তাকে স্থানীরা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com