সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি’র রাজনগর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে তামিম মিয়া (৮) নামে এক শিশু মারা গেছে। নিহত তামিম ওই গ্রামের মাজহারুল মান্নান সুজার ছেলে। নিহত শিশু’র চাচা সাবেক ইউপি সদস্য শাহিন মিয়া জানান, গতকাল মঙ্গলবার দুপুরে কচুয়া বিল এলাকায় তামিমসহ ২/৩ জন শিশু খেলতে যায়। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তামিম কচুয়া বিলের পানিতে নামার সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তামিমকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।