শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলা সদরের পৌর এলাকার মহেষপুর গ্রামের রাঙ্গামাটি বান্ধের মাথা থেকে গত রোববার রাতে ৩৯ বোতল ফেনসিডিলসহ সুমি আকতার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ি ওই এলাকার রহমত আলীর স্ত্রী।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান জানান, দিনাজপুর হতে ঢাকাগামী সেলফি এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে সুমি আক্তার নামে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে ৩৯ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ আটক করা হয়। নিয়মিত চেকিং ডিউটিকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।