বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ বরিশাল ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের ২ বছরের মধ্যে বিভিন্ন অংশে ফাটল। নির্মাণ কাজ নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি প্রায় ১ কোটি টাকা ব্যয়ে অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান সরকার এর উদ্যোক্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর পলাশবাড়ীর তত্ত্বাবধানে ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে তৎকালীন সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার ইউপি ভবনটি নির্মাণ কাজ উদ্বোধন করেন। এলাকাবাসী জানায়, কাজটি সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। তবে কত টাকা ব্যয়ে কোন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছে তা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মান্নান সরকারের নিকট জানতে চাইলে তিনি বলতে পারেন না। এব্যাপারে উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেনের সাথে কথা বললে, তিনি জানান আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে আপনাদের জানাব। এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ।