সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে পলাশবাড়ী এস.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন করা হয়। ১৬ ফেব্রুয়ারী দুপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। প্রদর্শনী মাঠে ৪০টি স্টল দেশী-বিদেশী ছাগল, গরু, ঘোড়া, কবুতর, মোরগ, রাজহাঁস, পশুপাখির এবং দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনগণের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়নশীল দেশ গড়তে বাংলাদেশের সকল সেক্টরেই উন্নয়নের অব্যাহত রেখেছেন। কৃষকদের প্রণোদনার পাশাপাশি খামারীদেরও মোবাইল ফোনে টাকা গিয়েছে। তাহার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সততার সাথে কাজ করতে উদ্বোত আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল জাওয়া। শেষে দুই জন উদ্যোক্তার মাঝে দুইটি ক্রিম সেফারেট মেশিন বিতরণ করা হয়।