সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন

পলাশবাড়ীতে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে আব্দুস সামাদ সরকারের বাসার বারান্দা থেকে গতকাল সোমবার সকালে ওই বাসার ভাড়াটিয়া সৈকত মিয়া (৩২) নামে এক শারীরিক প্রতিবন্ধি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সৈকত মিয়া পাশ^বর্তী সাদুল্লাপুর উপজেলার যোগীপাড়া গ্রামের মিজানুর রহমান নুরু মিয়ার ছেলে। সৈকত শারীরিক প্রতিবন্ধি ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাতের কোন এক সময়ে সৈকতের মৃত্যু হয়। বাসা মালিকের দেয়া তথ্যের ভিক্তিতে গতকাল সোমবার সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসআই ইউসুফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইউডি মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com