মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর চন্ডিপুর গ্রামে নিজের বাঁশঝাড়ে বাড়ীর কাজের জন্য বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেদম মারপিট ও জখমের ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দাখিল। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সুজন মিয়া তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব বাঁশঝাড়ে বাড়ীর কাজের জন্য গত ২৮ জানুয়ারি বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষ আবুল কালাম গংরা তাকে বাঁধা প্রদান করেন। কথা কাটাকাটির একপর্যায়ে সুজন মিয়া, তার মাতা কল্পনা বেগম ও তার স্ত্রী মুনছুরা বেগমের পড়নের কাপড় টানা হেচরা করিয়া বিবস্ত্র করেছে বলে অভিযোগ রয়েছে। এলাকার লোকজন সুজন ও তার মা কল্পনা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যপারে সুজনের স্ত্রী মুনছুরা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দাখিল করেন।