শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় পান বরজ ভাংচুরসহ মারপিট করে গুরুতর আহত ৪ জন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট পৌরশহরের কালুগাড়ী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আব্দুর রশিদ ও তার ছোট ভাই রফিকুল ইসলাম ভুট্টুর সাথে জমাজমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ভোর সাড়ে ৫ টার সময় প্রতিপক্ষের কয়েকজন লোক বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে বাদীসহ বাড়ীতে থাকা স্ত্রী সন্তানের উপরে অতর্কিত হামলা চালায়। এতে ঐ পরিবারের নারীসহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে রয়েছেন। এবিষয়ে আব্দুর রশিদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদী আব্দুর জানায়, প্রতিপক্ষ আমার আপন ছোট ভাই রফিকুলের সাথে অনেক আগে উক্ত জমি এওয়াজ বদল করি। বর্তমানে সেই জমিটিতে পানের বরজসহ আমার বসতবাড়ি রয়েছে। কিন্তু প্রতিপক্ষ রফিকুল ইসলাম বিভিন্ন সময়ে জমিটি ছেড়ে দেওয়ার জন্য আমাকে হুমকি-ধামকি দিতে থাকে। এরই প্রেক্ষিতে আমি বাদী হয়ে গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত আমার পক্ষে একটি রায় প্রদান করেছেন। তিনি আরও বলেন, ২৮ জুলাই ভোর সাড়ে ৫টার সময় আমিসহ আমার স্ত্রী সন্তানদের উপরে হামলা চালিয়ে পানের বরজ ধ্বংস করে দেয়। এতে প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এ ব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন ।