বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে জমির সীমানা আইলে সামান্য মাটি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও আহত ১ জন। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পূর্বগোপালপুর গ্রামে মৃত গিয়াস উদ্দিনের পুত্র দুলা মিয়া গত মঙ্গলবার তার ধানের জমির সীমানা বাঁধাই করাকালে একই গ্রামের পাশর্^বর্তী জমির মালিক আজাদুলগংরা তাকে মারপিট শুরু করে। ছোট ভাই হাবিজার রহমান বড় ভাইকে রক্ষা করতে গেলে উক্ত আজাদুল ইসলামের লোকজন তার উপরেও হামলা করে। গুরুত্বর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই হাবিজার রহমান মারা যায়। বড় ভাই দুলা মিয়া গুরুত্বর অসুস্থ্য অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান, আবহাওয়া জনিত কারণে গত মঙ্গলবার লাশ ময়না তদন্তে দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, গতকাল বুধবার নিহতের ছেলে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।