শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি। গতকাল উপজেলার পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী শাখার সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন আমি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। আমি সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে আছি এবং থাকব।