শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌরসভা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৬ অক্টোবর পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে নির্ভূল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক। সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আশাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র শাহিনুর বেগম, কাউন্সিলর মাসুদ করিম প্রধান, লিটন মিয়া, মতিয়ার রহমান, মাহমুদুল হাসান, আজাদুল ইসলাম রবিউল ইসলাম সুমন, জান্নাত আরা শিরিন, সাজেদা বেগম প্রমুখ।