সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী থানা এলাকায় হঠাৎ ছিচকে চুরিসহ বসতবাড়ীতে চুরি ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ওঠলে বিষয়টি নিয়ে পলাশবাড়ী থানা পুলিশ উদ্বিগ্ন হয়ে পরে বিষয়টি মাথায় রেখে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ হাসিবুর রহমান, এসআই মোঃ আঃ রহমান, এএসআই জাফর ইকবাল, এএসআই মোঃ মোবারক আলীসহ একটি টিম মোবাইল টেকনোজলির সহায়তায় কুখ্যাত চোর মোঃ সাজ্জাদ সরকার (২০), পিতা- মোঃ ফুল বাবু সরকার, গ্রাম- গৃধারীপুরকে গ্রেফতার করা হয়। এর সাথে চোরাই মোবাইলের স্কিন লগ ও আইএমইআই নম্বর পরিবর্তন কারী চোরদের অন্যতম সহযোগী মোঃ মাসুদ রানা (২৫), পিতা- মোঃ আফছার আলী সাবু, গ্রাম- জামালপুর (মুন্সিপাড়া) পলাশবাড়ীকে গ্রেফতার করেন।