মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে পল্লী উন্নয়ন সমবায় মহিলা সমিতি পরিদর্শন

পলাশবাড়ীতে পল্লী উন্নয়ন সমবায় মহিলা সমিতি পরিদর্শন

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে পল্লী উন্নয়ন সমবায় মহিলা সমিতি সরেজমিনে পরিদর্শন করলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম। জানা যায়, গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের নিমিত্তে সরেজমিনে প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১১ জুন সকাল ১১টায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে পলাশবাড়ী উপজেলার বিআরডিসি’র আয়োজনে ভবানীপুর মহিলা পল্লী উন্নয়ন সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। সমন্বিত দারিদ্র দূরীকরণ প্রকল্প সভাপতি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় উপ-সচিব আরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী, প্রকল্প পরিচালক ও গাইবান্ধা জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, সুন্দরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পলাশবাড়ী উপজেলা ইউডিসি’র সভাপতি আতোয়ার রহমান, সুফলভোগী শাপলা রানী, কলপ্না বেগম, আকতারী জান্নাত প্রমূখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com