রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়িতে নেশার টাকা না পেয়ে ছেলে সাদেকুল ইসলাম শেখের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা শফিউল শেখ (৫৭)। ঘটনার পর মাদকাসক্ত ছেলে সাদেকুলকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
নিহত শফিউল শেখ উপজেলার কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের মৃত বাছের আলী শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুদুর রহমান জানান, নিহত শফিউল শেখের ছেলে সাদেকুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদকসেবনে আসক্ত হয়ে তিনি মানসিক রোগে ভুগছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে শফিউল পোষা গরু বাজারে বিক্রি করতে চাইলে ছেলে সাদেকুল বাধা দেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এদিকে, রাত ৯টার দিকে শফিউল ব্যাগ হাতে রওশনবাগে বাজার করছিলেন। এ সময় হঠাৎ সাদেকুল ছুরি নিয়ে পিছন থেকে তার পিঠে আঘাত করেন এবং বুকে ছুরি বসিয়ে দেন। এ সময় শফিউল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি মাসুদুর রহমান আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।