শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ দেশের উন্নয়নের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে নৌকা মার্কার কোন বিকল্প নাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী এলাকায় উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবেক মহিলা এমপি উম্মে কুলসুম স্মৃতি নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন। গত সোমবার পলাশবাড়ী উপজেলা পলিটেকনিক্যাল কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি তার বক্তব্যে বলেন, গত ২৪ বছরে জাপার সাবেক এমপি ফজলে রাব্বি চৌধুরী যে উন্নয়ন হয় নাই কিন্তু আওয়ামী লীগ এমপি মরহুম ইউনুস আলী সরকার ৬ বছরে দশগুন বেশী কাজ করেছেন। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করে যাচ্ছে ওই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে পলাশবাড়ী-সাদুল্যাপুর এলাকার রাস্তাঘাট, ব্রীজকালভাট, মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশানঘাট, স্কুল কলেজের উন্নয়ন করব। আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, যুগ্ম সাধান সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, পলিটেনিকেল কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম ও প্রভাষক মাসুদ রানা প্রমুখ।