রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর অধীনে অসহায় দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলে দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৬নং বেতকাপা, ৮নং মনোহরপুর ও ৯নং হরিনাথপুর তিনটি ইউনিয়নের প্রায় ১০০ অসহায় দরিদ্র নারীদের সেলাই, এ¤্রােডারী ও নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে বর্তমানে প্রায় ১০০ নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রতিবছর উপজেলা থেকে ৩/৪’শ অসহায় নারীদেরকে ২ মাসের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা কর্মকর্তা হাসানুজ্জামান জানান। তিনি আরও বলেন, দরিদ্র, প্রতিবন্ধী ও স্বামী পরিত্যাক্তা নারীদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক ২৫০ টাকা করে প্রশিক্ষণ ভাতা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের স্বাবলম্বী করার জন্য তাদের মাঝে ঋণ প্রদানও করা হচ্ছে। যাতে করে তারা নিজেরাই উপার্জন করে স্বাবলম্বী হতে পারে।