শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ গত ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়াকে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পৌর প্যানেল মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।
এসময় প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সকল সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধা জেলা পরিষদের ৪নং পলাশবাড়ী ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ফুল মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।