শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে গত ১৪ মে দুপুরে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে ধান ও চাল ক্রয় উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এ সময় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। দেশের যেকোন দুর্যোগময় মুহুর্তে কৃষকদের পাশে থেকে ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন সহায়তা প্রদান করছে এই সরকার।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হেসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি এনামুল হক মকবুল, কৃষি অফিসার আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রণ মাহাবুব রহমান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসী, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ফুল মিয়া, দীলিপ চন্দ্র সাহা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।