শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা গতকাল থানা অডিটরিয়ম হলরুমে অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী থানার আয়োজনে ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলিপ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মল মিত্র। এছাড়াও পলাশবাড়ী সদর সহ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। উপজেলার ৫৯ পূজা মন্ডবের কোভিড-১৯ করোনাভাইসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সময়ে বিভিন্ন দোকানপাট ও খেলাধুলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় ।