সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলায় অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে দুটি চালের আড়তকে ভোক্তা-অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিঃ সচিব) বাবলু কুমার সাহার আদেশক্রমে এবং জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন এর নির্দেশনায় গতকাল রোববার ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম তালুকদার।
সহকারী পরিচালক আব্দুস ছালাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে দুটি চালের আড়তকে ভোক্তা-অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও জেলা পুলিশের একটি টিম।