শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গতকাল পলাশবাড়ী উপজেলা পরিষদ থেকে একটি বিশাল র্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর প্রধান, শহিদুল ইসলাম বাদশা, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, ডাঃ ওয়াজেদ আলী, আব্দুর রহমান, মতিউর রহমান, আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম রিপন, সাবিনা ইয়াসমিন ঝুনু, উম্মে হানি প্রমুখ।