মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌরশহরে মিতালী রেস্টুরেন্টের সামনে ট্রাকের ধাক্কায় মধ্যবয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত মধ্যবয়সী এক ব্যক্তি রেস্টুরেন্টে খাবার খেয়ে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং ঘাতক ট্রাকটি দূর্ঘটনাস্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ খাইরুল ইসলাম এদুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।