সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলায় ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। গতকাল ১৬ নভেম্বর সকাল ১১টায় উপজেলা টাউট হলে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। মতবিনিময় সভায় ৬টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহায়তা কামনা করেন। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পলাশবাড়ীর ৬টি ইউনিয়নে ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।