সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

পলাশবাড়ীতে জামায়াত বিএনপি’র সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা

পলাশবাড়ীতে জামায়াত বিএনপি’র সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা

পলাশবাড়ী প্রতিনিধিঃ ২০১৩ সালে জামায়াত-বিএনপি’র সন্ত্রাস, নাশকতা, দেশ ও সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল প্রতিবাদ সভা উপজেলার এস.এম উচ্চ বিদ্যালয় মার্কেট সংলগ্ন বঙ্গবন্ধু মোড়ে অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল। মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। বক্তরা জামায়াত-বিএনপি নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com