সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে মৎস্য দপ্তরের অধীনে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য দপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি পুকুর, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
গতকাল উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত জলাশয়ে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, বাসুদেবপুর গুচ্চগ্রাম পুকুর, আন্দুয়া বিল ও সাকোয়া উন্মুক্ত জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের এমপি ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) দীবাকর অধিকারী ও আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক যুবলীগ আহবায়ক ফিরোজ কবির প্রমুখ।