বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর পল্লীতে লীজ নেয়া জমির ধান কর্তন করাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ৪ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৮ এপ্রিল সকালে উপজেলার হোসেনপুর ইউপি’র করিয়াটা গ্রামে।
জানা গেছে, উক্ত গ্রামে মমিন শেখের ছেলে এস.এম সেলিম উক্ত গ্রামের বাঙ্গালী বিল নামক বিলে ৮.৭৭ একর জমি লীজ নিয়ে চলতি মৌসুমে বোরো ধান রোপন করে। উক্ত ধান পরিপক্ক হওয়ার আগেই একই গ্রামের আবু বক্করের ছেলে জহুরুল, রুহুল আমিনের ছেলে মতিয়ার রহমান, আঃ রহমানের ছেলে জাহাঙ্গীর ও হাকিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া গংরা বেআইনীভাবে উক্ত জমির ধান কর্তন শুরু করে। এ খবর পেয়ে সেলিম গংরা বাঁধা নিষেধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন আঃ আউয়াল (৩৫), মিজানুর রহমান (১৮) ও বাবলু মিয়া (৬০) ও জাহাঙ্গীর শেখ (৪৫) ব্যক্তিসহ ৪ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেলিম জানান, সে নালিশী জমি লীজ নিয়ে ধানের চারা রোপন করেছিল। অন্যদিকে জহুরুল গংরা দাবী করছিল যে, উক্ত জমি তারা ইতিপূর্বে ভোগদখল করে আসছিল। এ কারণেই তারা ওই জমিতে ধান কর্তন করতে যায়। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ফজল হোসেনদিং বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, পলাশবাড়ী, গাইবান্ধায় অন্য ৭৪/২০২০ একটি মামলা দায়ের করে। মামলাটি গত ১৩/১২/২০২০ইং তারিখে প্রত্যাখান হয়েছে।