শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসল

পলাশবাড়ীতে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসল

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নসহ প্রায় ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ। একইসঙ্গে একাধিক জমিতে সাথী ফসলের চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। সাথী ফসল হিসেবে পোটল, লাউ, শিম, মিষ্টি কুমড়া, করলার মাচার নিচে আদা, পিয়াজ, রসুন, হলুদ, ওল কচু, পিয়াজের মাঝে বেগুনের গাছ, পালং শাক, মরিচ, বাঁধাকপি, ফুলকপি, মূলা, বরবটি, ঢেঁড়স, ধনিয়া পাতা, পেঁপে, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি একটার সাথে আরেকটা চাষ করছে।
উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের সর্বত্র বিঘার পর বিঘায় জমিতে চাষ হচ্ছে এসব সাথী ফসলের। পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের পলাশগাছী গ্রামের মৃত মগগুল হোসেনের ছেলে স্বপন তার ২৫ শতাংশ জমিতে মাচায় চাষ করেছেন লাউ, মিস্টি কুমড়া, করলা। তার নিচে দিয়েছেন আদা।
তিনি জানান, আমার এ জমিতে পোটল ছিল। পোটল থাকা অবস্থায় এর নিচ দিয়ে লাউ, কুমড়া ও করলা বীজ বপন করেছিলাম। এই পোটলের মাচার নিচ দিয়ে আদাও দিয়েছিলাম। পোটল খাওয়া শেষ করে, লাউ, কুমড়া, করলার গাছ তুলে দিয়েছি। লাউ ভালোই ধরেছে, বিক্রিও করেছি অনেক। আদারও বেশ ভালো ফলন হয়েছে। লাউ তাড়াতাড়ি নামাতে লাউয়ের দামও ভালো পাচ্ছি। কুমড়ার কুঁড়ি আসা শুরু করেছে। করলাও বেশ ভালো দরে বিক্রি করেছি। একই গ্রামের কৃষক আতোয়ার রহমান জানান, একই জমিতে সাথী ফসল হিসেবে করলা ও আদা চাষ করেছি। ফাঁক ফাঁক করে কিছু পেঁপের গাছও লাগিয়েছি। এসব দিয়ে সংসার দিব্যিই চলে যায়।
তাছাড়া সাথী ফসল চাষে জমি তৈরী,পরিচর্যা, সার প্রয়োগ ও কীটনাশকের খরচ একটি দিয়েই হয়ে যায়। জমিতে আগাছা জম্মে কম। লাভ পাওয়া যায় দ্বিগুন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাওসার মিশু জানান, পলাশবাড়ীর জমি সাথী ফসল চাষের উপযোগী। কৃষকদের সাথী ফসল চাষে উৎসাহিত করতে প্রণোদনাসহ পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com