রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীসহ তিনটি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) শিক্ষা কর্মসূচির আওতায় জেলার ১২০টি কেন্দ্রে ৬ হাজার ৩’শ জন ঝড়েপড়া শিক্ষার্থীগণ পড়ালেখার সুযোগ পাবে। নিউ আই.এস.এ (এম.কে.এস.এস) সাদুল্লাপুর ও গাইবান্ধার বাস্তবায়নে এবং বাস্তবায়নে সহায়ক সংস্থা রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্র (আরপিইউকে) পলাশবাড়ী-গাইবান্ধা কর্তৃক গত ২০ জানুয়ারী বিকেলে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। পলাশবাড়ী উপজেলার (ইউপিএম.পিডিইপি-৪) এর প্রোগ্রাম ম্যানেজার রওশন আলম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। বিশেষ অতিথি জেলা প্রোগ্রাম অফিসার রাহেল, পলাশবাড়ী উপজেলা সহকারী ইন্সক্ট্রাক্টর ইউআরসি সোহেল, সুপারভাইজার জেসমিন ও নার্গিস বেগম। পরে উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।