মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

পলাশবাড়ীতে চালের গুদামে চুরি সংঘটিত থানায় অভিযোগ দায়ের

পলাশবাড়ীতে চালের গুদামে চুরি সংঘটিত থানায় অভিযোগ দায়ের

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে চালের গুদামে চুরি সংঘটিত। নগদ ৩২ হাজার ৭’শ ৫০ টাকা সহ ৪২ বস্তা চাল চুরির ঘটায় থানায় অভিযোগ দাখিল। অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কোমরপুর রামপুর পুরাতন ইউনিয়ন বোর্ড ঘরের পাশের্^ পাকা রাস্তা সংলগ্ন সাবদিন ভগবতীপুর গ্রামের আব্বাস সরকারের ছেলে আব্দুল মালেক সরকার রশিদের একটি চাতাল ও মিল ভাড়া নিয়ে গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত হোসেনপুরের মৃত প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে মিলন চন্দ্র মহন্ত দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ৩ এপ্রিল সারাদিন ব্যবসা করে রাত ১১.৩০ ঘটিকার সময় গোডাউন বন্ধ করে বাড়ীতে চলে যায়। গত ৪ এপ্রিল সকাল ৭টা গোডাউনে এসে গোডাউনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। গোডাউনে প্রবেশ করে দেখতে পায় গোডাউনের ভিতরে রাখা ৫০ কেজি ওজনের ৪২ বস্তা চাল মূল্য অনুমান ১ লক্ষ ৯ হাজার ২’শ টাকা ও ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ ৩২ হাজার ৭’শ ৫০ টাকা ও এবং একটি পানির মোটরসহ কে বা কাহারা গভীর রাতে চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে গত ৪ এপ্রিল ব্যবসায়ী মিলন চন্দ্র মহন্ত বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com