শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বিউটি বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে বাড়ীর লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌরশহরের সিধনগ্রামে শ্বশুরবাড়ী থেকে বিউটির লাশ উদ্ধার করে পুলিশ। বিউটি সিধনগ্রামের মামুন মিয়ার স্ত্রী এবং শহরের নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস ছামাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তিনবছর আগে বিউটির সঙ্গে মামুনের বিয়ে হয়। তাদের নয় মাসের একটি ছেলে সন্তান রয়েছে। দা¤পত্য কলহের জের ধরে গত সোমবার বিউটির ওপর শারীরিক নির্যাতন চালায় শ্বশুরবাড়ীর লোকজন। এতে মনের ক্ষোভে বিউটি বাবার বাড়ীতে চলে যায়। বাবা-মা বিউটিকে বুঝিয়ে শ্বশুরবাড়ীতে পাঠায়। মঙ্গলবার ভোরে বাক-বিতন্ডার জের ধরে স্বামীসহ শ্বশুরবাড়ীর লোকজনের মারপিটে বিউটির মৃত্যু হয়।
পলাশবাড়ি থানা পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিউটির শ্বশুর আব্দুল মজিদকে আটক করা হয়েছে।