রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে আধুনিক চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও উচ্চ ফলনশীল সরিষা বীজ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি, বিনা ময়মনসিংহ মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু প্রমুখ। পরে কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন বিনা সরিষা-৪ ও বিনা সরিষা-৯ জাতের বীজ বিতরণ করা হয়।