সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে কৃষক-ক্ষেতমজুরদের মানববন্ধন

পলাশবাড়ীতে কৃষক-ক্ষেতমজুরদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ এর চাল আত্মসাতের প্রতিবাদে এবং দায়ি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, মেরীরহাট আঞ্চলিক কমিটি।
গত শনিবার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, জেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, সাজু মাস্টার, আব্দুল মজিদ, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, মনোয়ার হোসেন লাহুল প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com