সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী পৌরসভার করোনা ভাইরাস সংক্রমিত এলাকা গতকাল বুধবার লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পলাশবাড়ী উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট ২১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে পলাশবাড়ি উপজেলাতেই ১৩ জন রোগী সনাক্ত হয়েছে। ফলে পলাশবাড়ী পৌরসভার সংক্রমিত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভার সিদ্ধান্ত গতকাল বুধবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। লকাডাউন এলাকাটি হলো পলাশবাড়ী পৌরসভার নতুন ৫নং ওয়ার্ডের নুনিয়াগাড়িস্থ উপজেলা প্রাণিস¤পদ অফিস মোড় থেকে এসএমবি স্কুলের পূর্ব পাশের মোংলা মাস্টারের বাসার দক্ষিণ পাশ দিয়ে সুলতান মিয়ার বাসা হয়ে মজনু মিয়ার বাসা পর্যন্ত লকডাউনের আওতাযুক্ত করা হয়েছে। এসব এলাকার মানুষ বিনা প্রয়োজনে বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নানাভাবে কাজ করা হচ্ছে। সরকারের নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।