বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার প্রাথমিক সরকারি বিদ্যালয়ের অংধিকাংশ প্রধান শিক্ষক করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে অবহেলা। সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলা ও উদাসিনতার কারণে শিক্ষা ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরাতারা নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করায় দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শূন্যের কোঠার দিকে ধাবিত হচ্ছে। গত ১৪ নভেম্বর দুপুর ২টার সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে সহকারী শিক্ষক শাহ আলম ও রুমি বেগমকে উপস্থিত পাওয়া যায়। কোন শিক্ষার্থী পাওয়া যায় না। তাদের কাছে শিক্ষার্থী শূন্য ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষক রুমি বেগম জানান, ভোটের কারণে কোন শিক্ষার্থী নাই। ইতিপূর্বের ওই বিদ্যালয়ে ২টার সময় গিয়া বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট বিভাগ কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই। এলাকাবাসী সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।