সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

পলাশবাড়ীতে এম.এম.বি ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশবাড়ীতে এম.এম.বি ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকদের অতিকষ্টের ইরি-বোরো ধান ও পান সহ এলাকার বিভিন্ন প্রকার ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতিগ্রস্থ কৃষক বেলাল মিয়া কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ ও সরেজমিনে জানা যায়, উপজেলার হিজলগাড়ী গ্রামে গোকুল চন্দ্র কৃষি জমি ও বসতী এলাকায় এম.এম.বি নামে ইটভাটা স্থাপন করে কয়েক বছর থেকে ব্যবসা করে আসছে।
গত ২৪ এপ্রিল বিকেলে ভাটা মালিক গোকুল চন্দ্র তার এম.এম.বি নামে ইটভাটার গ্যাস ছেড়ে দেওয়ায় ভাটার বিষাক্ত গ্যাসে ভাটার উত্তর-পশ্চিম পাশের্^ প্রায় ৭০/৮০ বিঘা জমির ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার কৃষক সূত্রে জানা যায়। এছাড়াও অত্র এলাকার পানের বরজ, আম, কাঁঠাল, নারিকেল সহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলেও তারা জানান। অপরদিকে কৃষকদের জমি ঘুরে ঘুরে ভাটা মালিক কর্তৃক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হচ্ছে। এ নিয়ে উক্ত ভাটা মালিক গোকুল চন্দ্র কৃষকদের সাথে দফায় দফায় আলোচনা করছে।
এব্যাপারে ইটভাটা মালিক গোকুল চন্দ্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাপটের সাথে বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিবেশের ছাড়পত্র ছাড়াই নিষিদ্ধ ফিট চিমনি ব্যবহারে এবং ফসলী জমির উপর ইটভাটা স্থাপন করায় এই ক্ষতির কারণ হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান। কৃষকরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com