সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে একযোগে ৮টি ইউনিয়নে কর্মসূচী কর্মসৃজনর শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নে ২৫৩৪ জন কার্ডধারী শ্রমিক দিয়ে কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজার হতে হাজীরঘাট পর্যন্ত রাস্তায় কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, উপসহকারী প্রকৌশলী রাসেদুল ইসলাম রাসেল, ইউপি সদস্য রেজাউল ও রঞ্জনা রানী, নওশা মিয়া, রফিকুল ইসলামসহ অত্র ইউনিয়নের ইউপি সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নে মধ্যরাচন্দ্রপুর ব্রীজের পাশের্^ তিনটি ওয়ার্ডের শ্রমিক নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি সদস্য পল্লব মিয়া, মিজানুর রহমান, শাপলা বেগম। এছাড়াও অন্যান্য ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক কাজের উদ্বোধন করা হয়।