রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

পলাশবাড়ীতে উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে মেডিকেল অফিসার ছাড়াই পরিচালনা হচ্ছে ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার দরিদ্র জনগোষ্ঠী। দায়ভার এড়িয়ে চলছেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা। পলাশবাড়ী উপজেলায় ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ৩৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর পূর্বে একযোগে একজন করে মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে। শুধু কাগজে কলমে নিয়োগ দেখিয়ে ডেপুটিশনে সকলেই কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো হতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার দরিদ্ররা। সংশ্লিষ্ট বিভাগের সঠিক তৎপরতা না থাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিকগুলো নিজেদের খেয়াল খুশি মতো খুলছে ও বন্ধ করছে। গত ২৬ সেপ্টেম্বর রবিবার ১১টার দিকে সাবদিন ভগবতীপুর কমিউনিটি ক্লিনিকে রোগী অপেক্ষামান অবস্থায় ক্লিনিকটি বন্ধ পাওয়া যায়। এদিকে ১২টার দিকে উপজেলার আমলাগাছী উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, অপরিস্কার অপরিচ্ছন্ন ও বাউন্ডারীর ভিতরে আগাছায় ভরপুর। মেইন গেইটে ব্যবসায়ী বা দোকানীদের ফেলানো ময়লা-আবর্জনার স্তুপ জমানো। উপ-স্বাস্থ্য কেন্দ্রটির ফার্মাসিস্ট রফিক জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ৪ জন স্টাফ আছে। তবে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার টিটন কুমারকে কোনদিনই দেখিনি বা তাহাকে চিনিনা। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, জনবল কম থাকার কারণেই এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। ভূক্তভোগী এলাকাবাসী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com